হযরত শাহ মুহাম্মাদ ইসহাক দেহলবী (রহঃ) জীবনী। ওলীদের জীবনী

 হযরত শাহ মুহাম্মাদ ইসহাক দেহলবী (রহঃ)


(১১৭২ ইং ১২৬২হিঃ)


শাহ মুহাম্মাদ ইসহাক দেহলবী হিজরী ১১৭২ সালে দিল্লীতে মাওলানা মুহাম্মাদ আফজাল ফারুকীর গৃহে জন্মগ্রহণ করেন। আব্দুল আযীয দেহলবী ও পিতামহের ভ্রাতৃদ্বয় শাহ্ আব্দুল কাদের দেহলবী ও শাহ্ রফীউদ্দীন দেহলবী এর নিকট থেকে হাদীস সহ যাবতীয় শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। পিতামহের জিবদ্দশাতেই তিনি দিল্লীতে হাদীসের দরস দিতে আরম্ভ করেন এবং পিতামহের ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হন। দিল্লীতে ২০ বৎসর শিক্ষাদানের পর ১২৫৯ হিজরী মক্কা মোয়াজ্জমায় হিজরত করেন এবং সেখানেই ৩ বৎসর দরস দেয়ার পর হিজরী ১২৬২ সালে ইন্তেকাল করেন। অসংখ্য ছাত্র তাঁর থেকে হাদীস শিক্ষা করেন এবং পরবর্তী কালে তাঁরাও এ প্রক্রিয়া চালু রাখেন।


তাঁর প্রসিদ্ধ কয়েকজন শিষ্য:


মাজাহেরে হক-এর রচয়িতা নওয়াব কুতুবুদ্দীন খাঁ দেহলবী (মৃঃ ১২৭৯ হিঃ) মুফতী এনায়েত আহমাদ কাফুরবী (মৃঃ ১২৭৯ হিঃ) মাওলানা মিঞা সাহেব সায়্যেদ নজীর হোসাইন (মৃঃ ১২৯৬ হিঃ) মাওলানা আহমাদ আলী সাহেব সাহারান পুরী (মৃঃ ১২৯৭ হিঃ) • মাওলানা আলম আলী নগীনবী (মৃঃ ১২৯৫ হিঃ) • মাওলানা শায়খ মুহাম্মাদ থানবী (মৃঃ ১২৯৬ হিঃ) কারী আব্দুর রাহমান পানিপতী (মৃঃ ১৩১৪ হিঃ) মাওলানা আব্দুল গণী মুজাদ্দেদী (মৃঃ ১২৯৬ হিঃ)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url