এস.এ খতিয়ানে আমার নানার নামে একটা জমি আছে। পরবর্তীতে এটা কোন নামে রেকর্ড হয়েছে কিভাবে বুঝবো।

 এস.এ খতিয়ানে আমার নানার নামে একটা জমি আছে। পরবর্তীতে এটা কোন নামে রেকর্ড হয়েছে কিভাবে বুঝবো।


উত্তরঃ আপনার প্রশ্ন অনুযায়ী, এস.এ খতিয়ানে আমার নানার নামে একটা জমি ছিল। পরবর্তীতে উক্ত জমিটি কার নামে রেকর্ড হয়েছে, সেটা আপনারা জানেন না। এক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে, এসএ খতিয়ানে আপনার নানা যে যে দাগে মালিক ছিলেন, সেই দাগগুলোর হাল দাগ বের করা। মনে রাখবেন, পুরনো খতিয়ান এবং পুরনো দাগকে সাবেক খতিয়ান এবং সাবেক দাগ হিসেবে আখ্যায়িত করা হয় আর বর্তমান খতিয়ান এবং বর্তমান দাগকে হাল খতিয়ান এবং হাল দাগ হিসেবে ডাকা হয়। আপনার কাজ হচ্ছে, সাবেক দাগ নাম্বার গুলোর হাল দাগ কতো সেটা বের করা। তারপর, ঐ দাগ কোন কোন খতিয়ানে আছে, সেটা বের করা। তখন হাল দাগ গুলো যে হাল খতিয়ানে উল্লেখ আছে, সেখানে আপনি দেখতে পাবেন আপনার নানার নামে থাকা এসএ খতিয়ানের মালিকানাধীন জমি এখন কার নামে রেকর্ড করা আছে।


আর এই পুরো প্রক্রিয়াটি আপনি করতে পারবেন, জমিটি যে তহশিল অফিসে অবস্থিত, সেই তহশিল অফিসে গিয়ে। খুবই সহজ প্রক্রিয়া, আপনি শুধু এসএ খতিয়ানটি নিয়ে যাবেন আর বলবেন এখন এই জমি কার নামে রেকর্ড করা আছে, বাকিটা ওনারাই উপরের বর্ণিত প্রক্রিয়ায় বের করে আপনাকে জানাবে।


ভুমি সক্রান্ত তর্থ্য জানতে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url